নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষকবৃন্দদের নিয়ে দুই দিনব্যাপী 'Training and Workshop on Outcome Based Education (OBE) Curriculum' শীর্ষক প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার উদ্বোধন করেন নোবিপ্রবির উপাচার্য প্রফেসর ড. মোঃ দিদার-উল-আলম। ১৫ ও ১৬ মার্চ দুই দিনব্যাপী আইকিউএসি সম্মেলন কক্ষে শিক্ষকবৃন্দের এ প্রশিক্ষণ কোর্স ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী। প্রশিক্ষণ কোর্সের রিসোর্স পার্সন হিসেবে ছিলেন এপ্লায়েড কেমিস্ট্রি এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও আইকিউএসির সাবেক পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ আশরাফুল আলম এবং নোবিপ্রবি শিক্ষক সমতিরি সভাপতি, শিক্ষাবিজ্ঞান অনুষদের ডিন ও রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। প্রশিক্ষণ কোর্স ও কর্মশালার সার্বিক পরিচালনায় রয়েছেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. ফিরোজ আহমেদ। এতে অংশগ্রহণকারী বিভাগগুলো হলো, ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগ, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস্ বিভাগ ও শিক্ষা বিভাগ।
এ সময় নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ দিদার-উল-আলম প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণকারী সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন ও আয়োজনের সফলতা কামনা করেন। অনুষ্ঠানে নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী প্রশিক্ষণ কোর্স ও কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানান।বিডি প্রতিদিন/এএ