১৬ মার্চ, ২০২৩ ১৩:২৫

ফরিদপুরে ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে ১১টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে

ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন নির্বাচনে সকাল সাড়ে ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। উৎসবের আমেজের মধ্যদিয়ে ভোটারেরা ভোট কেন্দ্রে আসছেন।

সকাল সাড়ে ৮টায় ভোটগ্রহণ শুরু হলেও বিভিন্ন ইউনিয়নে ইভিএম জটিলতার কারণে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টার পর। প্রথমবারের মতো ইভিএমে ভোটগ্রহণ হওয়ায় ভোট দিতে গিয়ে অনেকেই বিড়ম্বনার মধ্যে পড়েন। ভোট শান্তিপূর্ণ করতে বিপুল সংখ্যক পুলিশ আনসারের পাশাপাশি, বিজিবি, র‌্যাব টহলে রয়েছে। এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এবারের নির্বাচনে ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৯ জন, সাধারণ সদস্য পদে ৩৫৮ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

১১টি ইউনিয়নে ১০৩টি কেন্দ্রে ২ লাখ ৩৩ হাজার ২৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর