১৮ মার্চ, ২০২৩ ১৯:০৬

ফুলপুরে পাগড়ি পেলেন আওয়ামী লীগ নেতা হাবিব

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

ফুলপুরে পাগড়ি পেলেন আওয়ামী লীগ নেতা হাবিব

ময়মনসিংহের ফুলপুরে পাগড়ি পেলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপির স্থানীয় প্রতিনিধি অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান। শুক্রবার তাকে এ পাগড়ি দেওয়া হয়। পৌরসভার দিউ কলেজ রোডে মাদরাসাতুস সুফফায় ফারেগীন ছাত্রদের মাঝে পাগড়ি প্রদানের সময় শায়খে বালিয়ার খলীফা মুফতী আজীমুদ্দীন শাহ জামালী তাকে সম্মানস্বরূপ ওই পাগড়ি প্রদান করেন। 

এ সময় মাদরাসার পরিচালক হাফেজ এরশাদুল্লাহর সভাপতিত্বে অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মজলিসে আমেলার সভাপতি হাফেজ মাওলানা মুজিবুর রহমান, জামিয়াতুল হোমাইরা (রা.) লিল বানাতের মুহতামিম মাওলানা ইয়াহইয়া, হুফফাজুল কুরআন ফাউন্ডেশন তারাকান্দা শাখার সভাপতি হাফেজ মাওলানা আব্দুস সবুর প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএ

সর্বশেষ খবর