১৮ মার্চ, ২০২৩ ২০:২৯

কুড়িগ্রামে ছয় দিনব্যাপী বইমেলার সমাপনী

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ছয় দিনব্যাপী বইমেলার সমাপনী

কুড়িগ্রামে ৬ দিনব্যাপী বই মেলার সমাপনী ঘটেছে। শুক্রবার সন্ধ্যায় শহরের কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয় স্তম্ভে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন কুড়িগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী। 

এসময় বইমেলা উদযাপন পরিষদের আহবায়ক ও পৌর মেয়র কাজিউল ইসলামের সভাপতিত্বে সমাপনী দিনে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন, এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন, সদর উপজেলা নির্বাহী অফিসার রাসেদুল হাসান, বীর মুক্তিযোদ্ধা মো.শাহাবুদ্দিন, আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড.আমজাদ হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি এড. আহসান হাবীব নীলু ও সাংবাদিক সফি খান প্রমুখ। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর