বরিশাল নগরীর কাশীপুর কলসগ্রাম এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সরঞ্জামসহ তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার তাদের আটক করে নগরীর বিমান বন্দর থানা পুলিশ। সোমবার বিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
আটককৃতরা হলো- জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া এলাকার আবুল বাশার ফকির ওরফে ফটিক ফকির (২৯), বানাপীরাড়া উপজেলার মো. শফিকুল ইসলাম (২৫) এবং বিমান বন্দর থানার কলসগ্রামের আরিফুল ইসলাম ধলু (৩৩)।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বন্দর থানাধীন কলসগ্রামের আরিফুল ইসলাম ধলুর বসত ঘরের সামনে একদল লোক ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এমন খবর পেয়ে বিমান বন্দর থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে দেশীয় তিনটি ধারাল অস্ত্র, সেলাই রেঞ্জ এবং দুটি কাটার উদ্ধার করে পুলিশ। অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মামলা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল