২২ মার্চ, ২০২৩ ২১:৫১

৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে মুরগি বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে মুরগি বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক মেহেদী হাসান

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ কেজি ওজনের একটি মুরগিতে প্রতারণা করে ৩০০ গ্রাম বেশি ওজন দেখানোয় এক দোকানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা শহরের আনন্দ বাজারে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই জরিমানা করে। 

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, আনন্দ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিসমিল্লাহ ব্রয়লার হাউজ নামে এক দোকানে বিক্রয়ের সময় ৩ কেজি ওজনের একটি ব্রয়লার মুরগি ৩০০ গ্রাম ওজন বেশি দেখিয়ে ৩ কেজি ৩০০ গ্রামের মূল্য নিচ্ছিল; যা আমাদের কাছে ধরা পড়ে। এই ঘটনায় বিছমিল্লাহ ব্রয়লার মুরগি দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া দু’জন সবজি ব্যবসায়ীকে এক হাজার করে দুই হাজার এবং একটি মুদি দোকানিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর