মূল্য তালিকা দৃশ্যমান না রাখা ও অবৈধ উত্তেজক পানীয় বিক্রয়ের দায়ে দিনাজপুরের তিনটি মুদিখানা দোকানিকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শুক্রবার সকালে দিনাজপুর শহরের পুরাতন বাহাদুর বাজার ও পুলহাটে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম রুনী এই জরিমানা আদায় করেন।
তিনি বলেন, ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান। রমজানকে কেন্দ্র করে কতিপয় অসাধু ব্যবসায়ীর তৎপরতা বন্ধে বিশেষ নজরদারি রয়েছে। এরই ধারাবাহিকতায় এ অভিযান চালিয়ে তিনটি মুদিখানা দোকানদারকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো পুরাতন বাহাদুর বাজারের সেতু স্টোর, মাইশা ট্রেডার্স ও বাবু স্টোর।
বিডিপ্রতিদিন/কবিরুল