২৬ মার্চ, ২০২৩ ২০:০৭

বশেমুরকৃবিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

গাজীপুর প্রতিনিধি:

বশেমুরকৃবিতে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও প্রশাসন চত্বর থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার নেতৃত্বে একটি শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। 

শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে এবং মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘জয়বাংলায়’ শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, গণতান্ত্রিক শিক্ষক পরিষদ, বিভিন্ন আবাসিক হলের ছাত্র-ছাত্রীবৃন্দ, বঙ্গবন্ধু কর্মকর্তা পরিষদ, বঙ্গবন্ধু কর্মচারী পরিষদ ও বিশ্ববিদ্যালয় স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন।

দিবসের অন্যান্য অনুষ্ঠানের মধ্যে ছিল, প্রীতি খেলাধুলা ও পুরস্কার বিতরণ। বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে স্বাধীনতা সংগ্রামের মহান শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দিবসের সকল কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর তোফায়েল আহমেদ, রেজিস্ট্রার, শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর