২৭ মার্চ, ২০২৩ ২১:২৬

গোপালগঞ্জে নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ

বিশ্ব নাট্য দিবস উপলক্ষ্যে গোপালগঞ্জে মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক ‘ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’ মঞ্চস্থ’ হয়েছে।

আজ সোমবার দুপুরে শহরের শেখ ফজলুল হক মণি স্মৃতি অডিটোরিয়ামে জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত এই নাট্য প্রদর্শনীর উদ্বোধন করেন জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত।

নাট্যানুরাগী, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ দল বেঁধে নাটকটি উপভোগ করেন। উৎসবমুখর পরিবেশে জেলা শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকূশলীরা এই নাটক মঞ্চস্থ করেন।

নাট্যানুরাগী সবুজ, সেজুতি, সামিরা বলেন, বিশ্ব নাট্য দিবসে মুক্তিযুদ্ধের নাটক ‘ ক্ষ্যাপা পাগলার প্যাঁচাল’  মঞ্চস্থ হয়েছে। মুক্তিযুদ্ধ ও ইতিহাস ভিত্তিক এই নাটক আমাদের তরুণ প্রজম্মের কাছে অজানা মুক্তিযুদ্ধকে জানান দিয়েছে। এই ধরণের আয়োজনের জন্য আমরা গোপালগঞ্জ  জেলা শিল্পকলা একাডেমিকে স্বাগত ও সাধুবাদ জানাই। 

গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত বলেন, ‘সাংস্কৃতিক জাগরণের ক্ষেত্রে মঞ্চ নাটকের ব্যাপক ভূমিকা রয়েছে। মঞ্চ নাটকের ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। 

নাটকটি রচনা করেছেন নাট্যকার এসএম সোলায়মান ও নির্দেশনায় ছিলেন  গোপালগঞ্জ শিল্পকলা একাডেমির নাট্যকলা বিভাগের প্রশিক্ষক শেখ আবদুস সবুর। 
 

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর