শিরোনাম
২৮ মার্চ, ২০২৩ ১৬:২৮

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে ইয়াবা জব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে 
ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনদ্বীপে অভিযান চালিয়ে ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্টগার্ড। মঙ্গলবার ভোররাতে সেন্টমার্টিন উপকূলের দক্ষিণ-পূর্ব এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি নৌকা জব্দ করা হয়। 

বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে মিয়ানমার থেকে নৌকায় করে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে আসবে। এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি বিশেষ টিম সেন্টমার্টিন দ্বীপ দক্ষিণ-পূর্ব আনুমানিক ১.৫ নটিক্যাল চরে অভিযান পরিচালনার জন্য অবস্থান নেয়। মিয়ানমারের দিক থেকে একটি নৌকা সেন্টমার্টিনের উপকূলের চরের কাছাকাছি পৌঁছালে কোস্টগার্ড সদস্যরা নৌকাটিকে থামার জন্য সংকেত দেয়। কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা দুই পাচারকারী সাগরে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। পরে নৌকাটি তল্লাশি করে ১০টি পলিথিনের বস্তায় অভিনব কায়দায় রাখা ৭ লক্ষ পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর