৩০ মার্চ, ২০২৩ ১৭:৩০

বগুড়ায় দুই হাজারের বেশি কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ায় দুই হাজারের বেশি কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বগুড়ায় দুই হাজারের বেশি কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ২০২২-২৩ অর্থবছরে খরিপ ১ মৌসুমে পাট ও উফসী আউস ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক ও মাঝারি কৃষকদের মাঝে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৯০০ জন পাট চাষি ও ১ হাজার ২০০ জন আউশ ধান চাষির মাঝে এ সার ও বীজ বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোসলেমা খাতুন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা তাহসিন।
 
এসময় প্রান্তিক কৃষকদের মাঝে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে বিনামূল্যে সার বিতরণ করা হয়।  

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর