৪ এপ্রিল, ২০২৩ ১৯:৫০

বাগেরহাটে মাদক কারবারীদের দৌরাত্ম্য

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে মাদক কারবারীদের 
দৌরাত্ম্য

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার কাঁটাবুনিয়া গ্রামে মাদক কারবারী মহিদুল শিকদারের (৩২) দৌরাত্ম্য অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। মাদক কারবারে বাধা দেয়ায় গড়ের গাদা পুড়িয়ে দেয়া, গাছপালা কেটে ফেলা ও ফসল নষ্ট করাসহ রাতের আঁধারের লোকজনের বাড়ীতে ইটপাটকেল নিক্ষেপেরও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এ বিষয়ে পুলিশকে জানিয়েও প্রতিকার মিলছে বলে জানিয়েছে এলাকাবাসী।  

মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউপি সদস্য মো. বাহার ফকিরসহ কাঁটাবুনিয়া গ্রামবাসী জানান, এলাকার তোতন শিকদারের ছেলে চিহ্নিত মাদক কারবারী মহিদুল শিকদার ও তার সহযোগীদের দৌরাত্ম্য এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মাদক করবারে বাধা দেয়ায় রাতের আঁধারে পলাশ শিকদারের গড়ের গাদা পুড়িয়ে দিয়েছে। তার গাছপালা কেটে ফেলা ও ফসল নষ্ট করা করেছে। গভীর রাতে লোকজনের বাড়ীতে ইটপাটকে নিক্ষেপ করে এলাকাবাসিকে অতিষ্ঠ করে তুলেছে। মাদক মামলার আসামি মহিদুল শিকদারের সমাজ বিরোধী এমন কর্মকান্ডের বিষয়ে স্থানীয় পোলেরহাট পুলিশ ফাঁড়িতে জানিয়েও কোন সমাধান পাওয়া যায়নি বলে জানান ইউপি সদস্য মো. বাহার ফকিরসহ অন্যরা। এ বিষয়ে মহিদুল ফকিরের সেলফোনে একাধিকবার কল করা হলেও রিসিফ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি। 

পোলেরহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ আফজান হেসেন জানান, পলাশ শিকদার ও ইউপি সদস্য মো. বাহার ফকিরের সাথে মহিদুল শিকদারে পূর্ব বিরোধ রযেছে। গড়ের গাদা পুড়িয়ে দেয়া, গাছপালা কেটে ফেলাসহ বাড়ীতে ইটপাটকে নিক্ষেপের বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ করেনি। মাদক কারবারীর বিষয়ে পুলিশের নজরদারীতে রয়েছে মহিদুল শিকদার।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর