৫ এপ্রিল, ২০২৩ ১৯:১০

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজনের প্রাণহানি

প্রতীকী ছবি

দিনাজপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। বুধবার (০৫ এপ্রিল) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শৈলেন চন্দ্র রায় নামে একজন এবং মঙ্গলবার (০৪ এপ্রিল) দিবাগত রাতে জইনুল ইসলাম নামে ট্রাক্টর চালক দিনাজপুরের বিরলে নিহত হয়েছেন। 

নিহত শৈলেন চন্দ্র রায় (৩৫) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের শীবডাঙ্গী গ্রামের বাসিন্দা সুভাস চন্দ্র রায়ের ছেলে। অপরজন নিহত ট্রাক্টর চালক জইনুল ইসলাম (৪৫) বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বান্দইল গ্রামের মৃত আব্দুল বাছেদের ছেলে। 

কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম তানভীর জানান, তিনজন আরোহীসহ একটি মোটরসাইকেল দ্রুত গতিতে চলার সময় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে স্পিড ব্রেকারে ঝাকি লেগে আরোহী শৈলেন চন্দ্র রায় রাস্তায় পড়ে যায়। এরপর ট্রাকের চাকায় চাপা পড়ে তার মৃত্যু ঘটে। 

বিরলে পুলিশ জানায়, ট্রাক্টর চালক জইনুল ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় বিরলের ভান্ডারা পাগলাপীর বাজার এলাকায় গেলে অপর একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এসময় চালক জইনুল ছিটকে পড়ে গিয়ে ট্রলির সাথে লেগে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর