৭ এপ্রিল, ২০২৩ ১৯:২৫

সখিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপমন্ত্রী শামীম

শরীয়তপুর প্রতিনিধি

সখিপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে উপমন্ত্রী শামীম

প্রতীকী ছবি

শরীয়তপুরের সখিপুর থানার সখিপুর ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মনসুর ঢালীর পরিবারে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।

শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে উপমন্ত্রীর পক্ষ থেকে ৪ বান্ডেল টিন ও নগদ ১২ হাজার টাকা পৌঁছে দেওয়া হয়। এছাড়া আগুনে পুড়ে গুরুতর আহত মনসুর ঢালীর বড় মেয়ে মীমের চিকিৎসার জন্য খরচ ও সার্বিক খোঁজ নেন উপমন্ত্রী। ভুক্তভোগী এখন রাজধানীর শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

গত সোমবার রাতে সখিপুর ইউনিয়নের আশ্রাফ আলী বেপারির গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে মনসুর ঢালীর মেয়ে সামিয়া (১২) ও ছেলে আরাফাত পুড়ে মারা যায়।

আহত মীমের চাচা শাহাদাত ঢালী বলেন, আগুনে পুড়ে আমাদের পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর শুনে উপমন্ত্রী মহোদয় ফোন দিয়ে আমাদের সার্বিক খোঁজ নিয়েছেন। আমার ভাইয়ের ঘর মেরামতের জন্য টিন ও নগদ টাকা দিয়েছেন। আমার ভাতিজি মীমের চিকিৎসা খরচ বহন ও সার্বিক খোঁজ নিয়েছেন। আমাদের পুরো পরিবার ও গ্রামের লোকজন তার প্রতি কৃতজ্ঞ।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর