কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিক জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজু মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল চালক শহরের দিকে আসতে দুজনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক শিক্ষক রাজু তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিক সেখানে বালু ভর্তি একটি ট্রাক্টর চলে আসলে তিনি ট্রাকটরের চাকায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।বিডি প্রতিদিন/এএ