৭ এপ্রিল, ২০২৩ ১৯:৪৪

কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি


কুড়িগ্রামে সড়ক দুর্ঘটনায় এক শিক্ষক নিহত

প্রতীকী ছবি

 

কুড়িগ্রাম সদরের ত্রিমোহনী এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল রহিম রাজু (৪৮) নামের এক শিক্ষক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরের দিকে কুড়িগ্রাম-রংপুর সড়কের ত্রিমোহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিক্ষিক জেলার উলিপুর উপজেলার দক্ষিণ মধুপুর আকন্দ পাড়া এলাকার বাসিন্দা এবং ধামশ্রেণি ইন্দিরার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত রাজু মোটরসাইকেলযোগে কুড়িগ্রাম থেকে রংপুরের দিকে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেল চালক শহরের দিকে আসতে দুজনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল চালক শিক্ষক রাজু তার মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। তাৎক্ষণিক সেখানে বালু ভর্তি একটি ট্রাক্টর চলে আসলে তিনি ট্রাকটরের চাকায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর