মৌলভীবাজার জেলায় ২৭৪টি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। এ কারণে অধিকাংশ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকরা কার্যক্রম চালাচ্ছেন। এতে প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার পাশাপাশি লেখাপড়ায় পিছিয়ে পড়ছে কোমলমতি শিক্ষার্থীরা।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, জেলায় ১ হাজার ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে জেলার ৭ উপজেলার ২৭৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদ শূন্য। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়েই চলছে দাপ্তরিক কার্যক্রম।
জেলার রাজনগর উপজেলার বাবুর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অনিমেষসহ অনেক শিক্ষক বলেন, এ শূন্যতার কারণে বিদ্যালয়গুলোতে কর্মরত সহকারী শিক্ষকদের উপর বাড়তি চাপ পড়ছে। তাদের অতিরিক্ত পাঠদানের পাশাপাশি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হয়। প্রধান শিক্ষক শূন্যতার কারণে প্রশাসনিক কার্যকম ব্যাহত হচ্ছে।এ ব্যাপারে জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মো. শামসুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেছি। নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াধীন। নিয়োগ হলে এ সমস্যার সমাধান হবে বলে আশা করছি।
বিডি প্রতিদিন/এমআই