৯ এপ্রিল, ২০২৩ ১৯:৪৭

পানিতে ডুবে শিশুর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি:

পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

হবিগঞ্জের চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে আলিফ বাহার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। জেলার চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ নরপতি গ্রামে রবিবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। মৃত শিশু আলিফ ওই এলাকার শাহজাহান বাহারের একমাত্র ছেলে। 

চুনারুঘাট থানার ওসি রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল ১১টার দিকে খেলতে গিয়েছিল শিশু আলিফ। কিছুক্ষণ চোখের সামনে ওই শিশুকে না দেখতে পেয়ে খুঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। 

তিনি বলেন, পরে তাদের বাড়ির পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান তার বাবা ও আত্মীয়-স্বজনরা। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে বিকেল ৩.৩০ মিনিটে পারিবারিক কবরস্থানে শিশু আলিফকে দাফন করা হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর