বরিশালের মুলাদী উপজেলার বাটামারা এলাকায় দুই বংশের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় একজন নিখোঁজসহ আরও আহতের প্রাথমিক খবর পাওয়া গেছে। মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তুষার কুমার মন্ডল সোমবার দিবাগত রাত একটায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, ওই ইউনিয়নের চয়কা গ্রামের হাজী ও আকন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় বিরোধ চলছিল। গতকাল সন্ধ্যার পর আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে রাতে লাঠিশোটা ও ধারালো অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে হেলাল ব্যােপারী নামে একজন ঘটনাস্থলে নিহত এবং বেশ কয়েকজন আহত হন। কামাল ব্যাপারী নামে আরও একজন নিখোঁজ হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৪ রাউন্ড ফাঁকা গুলি করে। অতিরিক্ত পুলিশ ও গোয়েন্দা সংস্থার প্রতিনিধিদের ঘটনাস্থলে তলব করা হয়েছে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ওসি।
বিডি-প্রতিদিন/শফিক
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        