বাগেরহাটের মোরেলগঞ্জে একটি আবাসিক এতিমখানায় হামলা চালিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সদরের নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমাতিয়া স্মৃতি শিশু সদন ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে।
ঘটনার সময় এতিমখানার আবাসিকে থাকা ১৪ জন এতিম শিশুছাত্রসহ সকলে এতিমখানা সংলগ্ন মসজিদে নামাজে ছিলেন। দুর্বৃত্তরা শিশুদের সকল কাপড়-চোপড়, বিছানা ধারালো অস্ত্র দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলেছে। ভাংচুর করা হয়েছে ফ্যান ও সিসি ক্যামেরা।
এ ঘটনায় এতিমখানা ও পার্শ্ববর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে অনেক অভিভাবক তাদের শিশুদের বাড়িতে ফিরিয়ে নেওয়ার জন্য এতিমখানায় জড়ো হয়েছেন।থানার ওসি মো. সাইদুর রহমানসহ পুলিশের একটি বড় বহর ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। কি কারণে কারা এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/শফিক