ময়মনসিংহের ফুলপুরে ভারতীয় মদসহ ১ মাদক কারবারিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বালিয়া ইউনিয়নের বরইকান্দি ঘাট এলাকা থেকে ফুলপুর থানা পুলিশ তাকে আটক করে।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সহকারী পুলিশ সুপার (ফুলপুর সার্কেল) দীপক চন্দ্র মজুমদার ও ওসি আব্দুল্লাহ আল মামুনের তত্ত্বাবধানে এসআই মোস্তাক তার সঙ্গীয় এএসআই আলমগীর, এএসআই আব্দুল বাসেদ, আল মামুন ও ফোর্সসহ অভিযান চালিয়ে ১৫ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করে। এরপর বুধবার দুপুরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। আটককৃত মাদক কারবারি ময়মনসিংহ তারাকান্দা উপজেলার ঢাকুয়া ইউনিয়নের মধুয়াকান্দার মৃত সশি কান্ত চিসিম চৌকিদারের ছেলে।
এ বিষয়ে ফুলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।বিডিপ্রতিদিন/কবিরুল