পাবনার আটঘরিয়ায় আলহাজ নামের এক কৃষককে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার সকালে নিজ বাড়ির উঠান থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী সুরাইয়া খাতুন ও ইসমাইল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের জুমাইখিরি গ্রামে শুক্রবার সকালে কৃষক আলহাজকে তার বাড়ির উঠানে গলাকাটা অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঘটনার সাথে জড়িত সন্দেহে নিহতের স্ত্রী ও তার প্রেমিক প্রতিবেশি যুবক ইসমাইলকে আটক করা হয়েছে। ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে একই এলাকার ইসমাইল হোসেনের সাথে সুরাইয়ার পরকীয়া প্রেমের জেরে এ হত্যা হতে পারে।বিডি প্রতিদিন/এএ