মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গোপালগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বাংলা নববর্ষ উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার সকালে বঙ্গমাতা চক্ষু হাসাপাতালে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশন করে নতুন বছরকে বরণ করে নেওয়া হয়। এরপর সমবেত কণ্ঠে পঞ্চকবি রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন ও অতুল প্রসাদ সেনের গান গেয়ে ও কবিতা আবৃত্তি করে প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে বঙ্গমাতা চক্ষু হাসপাতালের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় হাসপাতালের উপ-পরিচালক ডা. আবুল কাশেম মোঃ আনওয়ারুল রউফ, সহকারী পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, স্টোর অফিসার দিপক সরকারসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/নাজমুল