পবিত্র ঈদ-উল- ফিতর উপলক্ষে বগুড়ায় জেলা পুলিশের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাইন্সে দেড় শতাধিক মানুষের মাঝে এসব উপহার বিতরণ করেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী।
ঈদ উপহার সামগ্রীর প্রতি বস্তাতে চাল, পোলাও চাল, সেমাই, চিনি, তেল, আলু ও পেয়াজ দেয়া হয়। উপহার সামগ্রী পাওয়া রাজু বলেন, আমি আগে পুলিশ লাইন্সে কাজ করতাম। গাছ কাটতে গিয়ে দুর্ঘটনায় শিকার হই। সেই থেকে হুইল চেয়ার ছাড়া চলতে পারি না। আজ ঈদের আগে যে উপহার পেলাম তা আমার পরিবারের জন্য অনেক উপকারে আসবে।
ফারুক হোসেন নামে আরেক ব্যক্তি বলেন, আমরা স্বল্প রোজগার করা মানুষ। তাই চাইলেও ভাল কিছু কিনতে পারি না। আজ যা পেলাম তাতে ঈদে আর চিন্তা করতে হবে না।
জেল পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী জানান প্রতি বছরের ন্যায় এবারও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে জেলা পুলিশ বগুড়া। আমাদের এই সামান্য উপহার তাদের মুখে হাসি ফুটিয়েছে। আগামীতেও জেলা পুলিশ তাদের পাশে থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ(প্রশাসন) স্নিগ্ধ আখতার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলামসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম