দিনাজপুরের ফুলবাড়ীতে ষাঁড়ের শিংয়ের গুঁতোয় মশিয়ার রহমান নামে এক খামারির মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেলে ফুলবাড়ী উপজেলার আমবাড়ি পশুহাটে এ ঘটনা ঘটেছে। মশিয়ার রহমান (৬০)ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউনিয়নের দাদপুর পুরোনো বন্দর গ্রামের বাসিন্দা।
পশুহাট ইজারাদার আবেদ আলীসহ স্থানীয়রা জানায়, খামারি মশিয়ার রহমান গরু-ছাগলের প্রজনন করাতেন। দূর-দূরান্ত থেকে লোকজন গরু ছাগলের প্রজনন করাতে আসত। তাঁর খামারে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ষাঁড় ও গাভি ছিল। কিন্তু তাঁর খামারের বড় ষাঁড়টি দিন দিন বেপরোয়া হয়ে উঠছিল। তাই ষাঁড় বিক্রি করতে শুক্রবার সকাল আটটার দিকে আমবাড়ি পশুর হাটে নিয়ে যান। হাটে ষাঁড়টি ক্ষিপ্ত হয়ে পেছন থেকে মশিয়ারকে আঘাত করে। পায়ের ঊরুর জোড়ায় শিং ঢুকিয়ে দিলে মশিয়ার রহমান গুরুতর আহত হয় এবং রক্তপাত শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ষাঁড়ের শিংয়ের আঘাতে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
নিহতের পরিবার কান্নাজড়িত কণ্ঠে বলেন, এর আগেও ওই ষাঁড়টি দুবার ক্ষতি করার চেষ্টা করে। এ জন্যই ষাঁড়টি বিক্রি করতে চেয়েছিল। সুস্থ মানুষ সকাল বেলা ষাঁড় নিয়ে হাটে গেল আর সন্ধ্যায় লাশ হয়ে বাড়ি ফিরল।
নিহতের ছেলে মকছেদ আলী জানায়, শুক্রবার সন্ধ্যায় মরদেহ বাসায় আনা হয় এবং দাফন কাফনের ব্যবস্থা করা হয়।
বিডি প্রতিদিন/এএম