কক্সবাজার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়র প্রার্থী হিসেবে পৌরসভার প্যানেল মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাহাবুবুর রহমান চৌধুরীকে চূড়ান্ত করা হয়েছে। শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পাঁচটি সিটি কর্পোরেশন, তিনটি উপজেলা, পাঁচটি পৌরসভা ও ছয়টি ইউনিয়নের দলীয় প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়। যেখানে কক্সবাজার পৌরসভায় মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. মাহাবুবুর রহমান চৌধুরী।
দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত কপিটি মো. মাহাবুবুর রহমান চৌধুরী পেয়েছেন বলে নিশ্চিত করেছেন। তিনি বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে কক্সবাজার পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছি। এর জন্য পৌরবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করছি।
গত ৩ এপ্রিল নির্বাচন কমিশন কক্সবাজার পৌরসভার নির্বাচন আগামী ১২ জুন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেয়। ঘোষণা মতে, কক্সবাজার পৌরসভার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৬ মে, বাছাই ১৮ মে, প্রত্যাহারের শেষ সময় ২৫ মে।
বিডি প্রতিদিন/এমআই