মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের বেংরুই এলাকা থেকে মোছাম্মৎ রাবেয়া বেগম (৭০) নামে এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত রাবেয়া বেংরুই গ্রামের মৃত সিরাজ মাস্টারের স্ত্রী।
সকালে বাড়ির অদুরে বাঁশঝাড়ের পাশে গলাকাটা লাশ পাওয়া যায় ।পুলিশ ও স্থানীয়রা জানান পাশের বাড়ির মাদকাসক্ত মোঃ শুকুর আলী (৩০) এই হত্যাকান্ড ঘটায়। মানিকগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরন করে। হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে শুক্কুর আলীকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকান্ডে জড়িত থাকার কথা শিকার করেছে।
এ ঘটনায় নিহত রাবেয়া বেগমের ছেলে মামুন বাদী হয়ে শুক্কুর আলী ও আলাউদ্দিন কে আসামি করে থানায় একটি এজাহার দায়ের করেন।আসামিদের বাড়ি বেংরুই এলাকায়।
বিডি প্রতিদিন/এএম