নড়াইল-১ আসনের আওতাধীন ১৯টি ইউনিয়ন ও একটি পৌরসভা এলাকার প্রায় ১০ হাজার অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়ার ব্যক্তিগত উদ্যোগে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়। এতে নিজে উপস্থিত থেকে এ ঈদ উপহার বিতরণ করেন খাজা মিয়া।
শনিবার সকাল ১১টার দিকে কালিয়া পৌর ভবনে এবং দুপুর একটার দিকে নড়াগাতী থানা বাজার এলাকায় ঈদ উপহার বিতরণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। পরবর্তীতে নড়াইল-১ আসনের আওতাধীন কালিয়া পৌরসভাসহ ১৯টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহারের মধ্যে রয়েছে চাল, ডাল, সেমাই চিনি, মসলা, দুধ ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা আ’লীগের সভাপতি এসএম হারুনার রসিদ, সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, কালিয়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান হীরা, কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনু সাহা, জেলা পরিষদের ১ নং ওয়ার্ড (কালিয়া উপজেলা) কাউন্সিলর খান শাহীন সাজ্জাদ পলাশ, নড়াগাতী থানা আওয়ামী লীগের সভপতি সালাউদ্দিন বসির, সাবেক জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
বিডি প্রতিদিন/এএ