জয়পুরহাটের কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তেলিহার গ্রামে রাতের বেলায় বাড়ির মধ্যে রাখা একটি সিএনজি দূর্বৃত্তের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে উপজেলার তেলিহার গ্রামে। এ ঘটনায় সিএনজির মালিক থানায় লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানায় যায়, তেলিহার গ্রামের ইব্রাহিমের ছেলে রফিকুল ইসলাম বিভিন্ন এনজিও থেকে সাড়ে তিন লাখ টাকা ঋণ নিয়ে একটি সিএনজির ক্রয় করেন। ক্রয়ের পর থেকে সিএনজিটি সে নিজেই চালান। সিএনজি আয় দিয়ে চলে তার পরিবার। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে বগুড়া থেকে চালিয়ে এসে ওই সিএনজি বাড়িতে জায়গার অভাবে তার বড় ভাইয়ের বাড়িতে রেখে নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক দুইটার দিকে প্রতিবেশীদের চিৎকার শুনে তার বড় ভাইয়ের বাড়িতে এসে দেখতে পায় তার সিএনজিটি আগুনে পুড়ছে। পরে সবাই মিলে আগুন নিভালেও ততক্ষণে সিএনজিটি পুড়ে ছাই হয়ে গেছে।
সিএনজির মালিক ও চালক রফিকুল ইসলাম বলেন, ঋণের উপর সিএনজিটি ক্রয় করে তার আয় দিয়ে পরিবার-পরিজন নিয়ে ভালোই দিন যাচ্ছিল। এখন বড় বেকায়দায় পড়লাম। সামনে ঈদ, কিভাবে কি করবো তা ভেবে পাচ্ছি না। কিস্তি দেব কীভাবে, আর সংসারই চালাবো কী করে। আমার কোনো শক্রু ছিল না, তারপরও এটা হলো কীভাবে। থানায় অভিযোগ দিয়েছি।
এ বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এমআই