দিনাজপুরের বীরগঞ্জে স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বীরগঞ্জ ইমাম বুখারী (রহ:) একাডেমির উদ্যোগে বীরগঞ্জ-কাহারোল উপজেলার স্কুলগামী শিক্ষার্থীদের নিয়ে এই পবিত্র কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ছেলে ও মেয়েদের পৃথক পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে খামার খড়িকাদাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ইমরান নাজির, মেয়েদের ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করে ইব্রাহিম মেমোরিয়াল শিক্ষা নিকেতনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী সাজিয়া তাসনিম সারাহ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের ২০ প্রতিযোগির হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ ১০ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪০০০ টাকা, তৃতীয় পুরস্কার ৩০০০ টাকা, চতুর্থ থেকে দশম পুরস্কার হিসেবে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
বীরগঞ্জ পৌর শহরের আইডিয়াল কিন্ডারগার্ডেন স্কুল প্রাঙ্গণে হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের প্রফেসর ডক্টর মোঃ সাজ্জাদ হোসেন সরকার।
বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়াস সাঈদ সরকার, এডভোকেট মোঃ হামিদুল ইসলাম, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আবু হুসাইন বিপু, দিনাজপুর জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লব, জয়নাল আবেদীন, গোলাম আযম কাজল, কামরুজ্জামান নবাব প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ