সারের দাম কেজি প্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় শহরের সাতমাথায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটি এ সমাবেশ করে।
সংগঠনের বগুড়া জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম জিন্নার সভাপতিত্বে এবং সম্পাদকমণ্ডলীর সদস্য শাহনিয়াজ কবির খান পাপ্পুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, কৃষক সমিতি জেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তোষ কুমার পাল, ক্ষেতমজুর সমিতি বগুড়া সদর উপজেলা কমিটির সভাপতি শুভ শংকর গুহ রায়, যুব ইউনিয়ন বগুড়ার সাধারণ সম্পাদক সাইদূর রহমান পারভেজ, ছাত্র ইউনিয়ন বগুড়ার সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ প্রমুখ।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য লিয়াকত আলী কাক্কু, সিপিবি জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য এনামুল হক মুকুল ও সাজেদুর রহমান ঝিলাম।
নেতৃবৃন্দরা সারের দাম বৃদ্ধির তীব্র প্রতিবাদ জানান এবং বর্ধিত দাম প্রত্যাহার করে কৃষিখাতে ভর্তুকি বাড়ানোর দাবি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/এমআই