নেত্রকোনার দুর্গাপুরে ধান ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় নুর আলম (৩২) নামের এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে শনিবার আনিফ মীর (৪০) নামের এক জনকে আটক করেছে থানা পুলিশ। এর আগে শুক্রবার রাতে উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের মাধবপুর টিলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নুর আলম ওই গ্রামের মো. হরমুজ আলী ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ধান ক্ষেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে আনিফ মীরসহ অন্যান্যরা ধারালো অস্ত্র দিয়ে নুর আলম উপর হামলা চালায়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নুর আলমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রাতে মারা গেলে শনিবার লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠায় পুলিশ।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ আব্বাস আলী জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম