নেত্রকোনার কেন্দুয়ার চিহ্নিত মাদক কারবারিকে ২০ কেজি গাঁজা নিয়ে সহযোগিসহ আটক করেছে র্যাব-১৪। এসময় আটকদের কাছ থেকে নগদ টাকা ও ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার (১৬ এপ্রিল) ভোরে ঢাকার গাজীপুর মেট্রোপলিটন সদর থানার মৌবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করে গাজীপুর মেট্রোপলিটন সদর থানায় হস্তান্তর করা হয়।
আটককৃতরা হলেন- মাদক কারবারী নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি ইউনয়নের মকবুল হোসেনের ছেলে আব্দুল হক (৪২) ও নাটোর জেলার লালপুরের সাপান সরকারের ছেলে মো. তসলিম উদ্দিন (৫০)।
ময়মনসিংহ র্যাবের সদর দফতরের সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া অফিসার) মো. আনোয়ার হোসেন প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানা গেছে, গোপন সংবাদের খবরে র্যাব-১৪ এর একটি চৌকস দল গাজীপুর মেট্রোপলিটন সদর থানাধীন মৌবাগ ১নং রোডের জনৈক মো. আ. সাত্তারের মালিকানাধীন ৫ তলা বিল্ডিংয়ের নিচ তলায় ভাড়াটিয়া মো. তামিমের ভাড়া বাসা তল্লাশিকালে শয়নকক্ষের ভেতরে থাকা দুইজনকে আটক করে।
এসময় তাদের কাছ থেকে ২০ কেজি, মাদকদ্রব্য বিক্রির নগদ ৪ হাজার ৬০০ টাকা এবং মাদকদ্রব্য বহনে ব্যবহৃত ১৫০ সিসি একটি মোটরসাইকেল উদ্ধার করে করত জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ