এবার নিজের সম্মানীর টাকা থেকে পৌর এলাকার ১৬৮টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে ঈদ উপহার প্রদান করলেন গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন।
আজ রবিবার সকাল ১১টায় পৌর সভার শেখ সেলিম মিলনায়তনে ৩৩৬ জন ঈমাম ও মুয়াজ্জিনকে ২ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ৭২ হাজার টাকা ঈদ উপহার প্রদান করেন।
এ সময় পৌরসভার নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন। ঈদের আগে পৌর মেয়রের কাছ থেকে ঈদ উপহার পেয়ে খুশি ইমাম-মুয়াজ্জেনগণ।
এর আগে, গত ১২ এপ্রিল পৌর মেয়র শেখ রকিব হোসেন পৌরসভার স্বল্প বেতনের ১২৪ জন পরিচ্ছন্নতা কর্মীকে ৫ হাজার টাকা করে মোট ৬ লক্ষ ২০ হাজার প্রদান করেন ঈদ উদযাপনের জন্যে। এ নিয়ে তিনি মোট ১২ লক্ষ ৯২ হাজার টাকা ঈদ উপহার প্রদান করলেন।
বিডি প্রতিদিন/এএ