জয়পুরহাটে প্রায় সাড়ে ৩ লাখ টাকার জাল নোটসহ দু’জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার দিবাগত রাতে জয়পুরহাট সদর উপজেলার তেঁতুলতলী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- জয়পুরহাট সদর উপজেলার নাকুরিয়া গ্রামের নুর মোহাম্মদের ছেলে রিমন হোসেন ও একই গ্রামের নুরুজ্জামানের ছেলে রনি মন্ডল।
জয়পুরহাট র্যাব-৫ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার মাসুদ রানা জানান, আটককৃত জাল নোট চক্রের সদস্যরা আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিপুল পরিমাণ জালটাকা তৈরি করে মার্কেটেগুলোতে ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি এক হাজার টাকার জাল নোটের বান্ডিলে ৩ লাখ ৪৬ হাজার টাকার জাল নোটসহ দু’জনকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরেই জাল টাকার ব্যবসা করে আসছিলেন বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/কালাম