দাবদাহে নাভিশ্বাস হয়ে উঠেছে জনজীবন। কমছেই না তাপমাত্রার পারদ। উল্টো দিন দিন বেড়েই চলেছে গরম আর দাবদাহ। স্বস্তির বৃষ্টির আশায় প্রহর গুনছে মানুষ।
এ অবস্থায় বৃষ্টির জন্য কুমিল্লায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করেছেন এলাকাবাসী। মঙ্গলবার নগরীর রেইসকোর্স এলাকার একটি মাঠে সালাতের আয়োজন করা হয়। বিশেষ এই নামাজ ও মোনাজাত পরিচালনা করেন মুফতি ছামসুল ইসলাম জ্বিলানী।
নামাজে শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের কয়েকশত মুসল্লি অংশগ্রহণ করেন। দাবদাহ কমিয়ে বৃষ্টির জন্য আল্লার দরবারে ক্ষমা প্রার্থনাসহ কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। মুসল্লিদের কান্নায় মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিডি প্রতিদিন/এমআই