বাগেরহাটের মোরেলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাধ্যমিক স্তরের ৯ম ও ১০ম শ্রেণির ৩৬০ জন শিক্ষার্থীকে ইলেকট্রনিক ডিভাইস 'ট্যাব' দেওয়া হয়েছে। মঙ্গলবার বেলা ১১টার দিকে স্থানীয় সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন শিক্ষার্থীদের হাতে ট্যাব তুলে দেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, পরিসংখ্যান কর্মকর্তা আনিসুর রহমান ও ৬০ মাধ্যমিক বিদ্যালয়ের নির্বাচিত শিক্ষার্থী ও প্রধান শিক্ষকগণ এ সময় উপস্থিত ছিলেন।
পরিসংখ্যান অধিদপ্তরের জনশুমারি ও গৃহগননা প্রকল্প ২০২১ এর আওতায় ক্রয়কৃত এ ডিভাইসগুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে এমন ভাবনা থেকে তাদেরকে এগুলো উপহার হিসেবে দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম