বেশ কয়েকদিন ধরে পটুয়াখালীর কলাপাড়ায় বইছে তীব্র দাবদাহ। প্রচণ্ড খরায় শুকিয়ে গেছে খাল-বিল। কৃষকরা পারছেন না চাষাবাদ করতে। তাই বৃষ্টি কামনায় বিশেষ নামাজ (সালাতুল ইস্তেসকার) আদায় করেছেন মুসল্লিরা।
মঙ্গলবার সকাল ১০টায় এলাকাবাসীর আয়োজনে উপজেলার লতাচাপলী ইউনিয়নের আলীপুর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে এ নামাজ অনুষ্ঠিত হয়।
নামাজে বিভিন্ন বয়সের শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। দাবদাহ কমিয়ে বৃষ্টির জন্য আল্লার দরবারে ক্ষমা প্রার্থনাসহ কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। মুসল্লিদের কান্নায় মাঠে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বৃষ্টি না হওয়ায় এ উপজেলায় অনাবাদী রয়েছে শত শত হেক্টর ফসলি জমি।
বিডি প্রতিদিন/এমআই