আসছে ঈদুল ফিতরে সরকার নির্ধারিত ভাড়ায় শেরপুর থেকে দেশের যে কোন স্থানে যাতায়াত করা পাবলিক বাসের ভাড়া কোন অবস্থাতেই বাড়াবে না। তবে কেউ যদি খুশি হয়ে শ্রমিকদের টিপস দেয় সেটা মালিক সমিতি দেখবে না। বাসের ভাড়া নিয়ে কোন পক্ষের কোন নালিশ গুরুত্ব দিয়ে দেখা হবে। সরকারি আইনেই ভাড়া নির্ধারণ ও আদায় করা হবে। সুতরাং অনুযোগ অভিযোগ থাকার কথা নয়।
মঙ্গলবার দুপুরে শেরপুর জেলা বাস-কোচ মালিক সমিতির কার্যালয়ে সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
তিনি আরও বলেন, প্রতি উৎসবে বাস ভাড়া নিয়ে প্রশাসন, মালিক ও শ্রমিক সমিতির এবং গণমাধ্যম কর্মীদের একটি ভুল বোঝাবুঝির অবকাশ থাকে। এবার ঈদে বাস ভাড়া সরকারি নির্দেশনার বাইরে নেওয়া যাবে না। যদি কেউ অন্যায়ভাবে বাড়তি ভাড়া নেওয়ার ফন্দি আটে, সাথেসাথেই মালিক সমিতি তার ব্যবস্থা নিবে। বাস মালিক সমিতির সভাপতি এ বিষয়ে সকল পক্ষের সহযোগিতা চেয়েছেন।
বিডি প্রতিদিন/এএ