বগুড়ার ধুনট উপজেলায় বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডে শিক্ষক ও কৃষক পরিবারের ৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সকাল ৫টার দিকে ধুনট উপজেলা সদরের মাঠপাড়া গ্রামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থরা হলো, মাঠপাড়া গ্রামের মমতাজ হোসেনের ছেলে স্কুল শিক্ষক মোস্তাফিজার রহমান ও জনাব আলীর ছেলে কৃষক কোরবান আলী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালের দিকে কৃষক কোরবান আলীর ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে তার ২টি ঘর পুড়ে গেছে। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের বাড়ির স্কুল শিক্ষক মোস্তাফিজার রহমানের ২টি ঘর পুড়ে ছাই হয়েছে। প্রায় ৩০ মিনিটের আগুনে ২টি পরিবারের ক্ষয়ক্ষতি হয়েছে।
ধুনট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ শামসুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বিডি প্রতিদিন/এএম