বগুড়ায় একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে শহরের থানা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এতে গাড়ির পিছনে অংশ পুড়ে যায় এবং গাড়িতে থাকা চালক গুরুতর আহত। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনে।
অতিরিক্ত গরমের কারণে সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন, বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম।
এদিকে আহত চালকের মাইনুর ইসলামের মুখের কিছু অংশ পুড়ে গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন।
বগুড়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হালিম জানান, সদর থানার সামনে একটি প্রাইভেট কারে আগুন লাগার খবর পেয়ে আমরা দ্রুত সেখানে পৌঁছাই। এসে দেখি আগুন মোটামুটি নিয়ন্ত্রণে রয়েছে। তখন প্রাইভেট কারে থাকা গ্যাস সিলিন্ডারটি বের করে আনা হয়। সেটি অনেক উত্তপ্ত অবস্থায় ছিল। এরপর ধীরে ধীরে সেটিকে ঠাণ্ডা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম বলেন, প্রাইভেট কারে আগুন লাগলে সদর থানার পুলিশ এসে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। এসময় প্রাইভেট কারে থাকা ড্রাইভারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। তার মুখে ও দাড়ির কিছুটা অংশ পুড়ে গিয়েছে। এরপর ফায়ার সার্ভিসকে খবর দিলে সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে চলে আসে। তখন তারা প্রাইভেট কারে থাকা সিলিন্ডারটি উদ্ধার করে বিপদমুক্ত করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডি প্রতিদিন/নাজমুল