১৮ এপ্রিল, ২০২৩ ২০:০৩

উখিয়ায় র‌্যাবের অভিযানে আরসার এক সদস্য গ্রেফতার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

উখিয়ায় র‌্যাবের অভিযানে
আরসার এক সদস্য গ্রেফতার

কক্সবাজারের উখিয়া থানাধীন রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে আরসার (ARSA) একজন সদস্য আনোয়ার শাহকে (২৯) অস্ত্রসহ গ্রেফতার র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, সোমবার ভোররাতে র‌্যাব-১৫, কক্সবাজার এর আভিযানিক দল উখিয়া থানাধীন এফডিএমএন ক্যাম্প-৭ এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে দুষ্কৃতিকারী আরসার একজন সদস্যকে গ্রেফতার করা হয়। উক্ত অভিযানে ধৃত ব্যক্তির নিকট থেকে একটি  দেশীয় তৈরি এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার পরিচয় উখিয়া কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের এফ-ব্লকের নুর মোহাম্মদের আনোয়ার শাহ (২৯) বলে জানা যায়।

বিডি প্রতিদিন/এএ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর