জয়পুরহাটের আক্কেলপুরে তুলসীগঙ্গা নদীর পানিতে ডুবে আজাহার আলী (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রবিবার সকালে হলহলিয়া রেলসেতু এলাকায় ঘাটে এ ঘটনা ঘটে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। আজাহার আলী আক্কেলপুর উপজেলার অনন্তপুর পূর্বপাড়া গ্রামের মৃত কায়েম উদ্দিনের ছেলে।
ওসি জানান, বৃদ্ধ আজাহার আলী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। সকালে বাড়ির পাশে নদীতে গোসল করছিলেন। এসময় নদীর পানিতে ডুব দিয়ে আর উঠছিলেন না। পরে স্থানীয়রা নদীতে নেমে বৃদ্ধ আজাহার আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।বিডি প্রতিদিন/এমআই