নোয়াখালী সোনাইমুড়ি উপজেলার আমিরাবাদ গ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে মহিলাসহ পাঁচজনকে কুপিয়ে আহত করেছে মামুনের নেতৃত্বে সেলিম ইকবাল, ফাহিম, রাজু, বাবুসহ সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে আজ রবিবার বিকেলে। সোনামুড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদেরকে দ্রুত নোয়াখালীর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সন্ত্রাসীদের হামলায় আহতরা হলো ওমর ফারুক, রহিমা বেগম, নুরুল ইসলাম, মরিয়ম আক্তার মিলি ও আবু হানিফসহ অনেকে। আহতদের মধ্যে দুজনের অবস্থা খুবই আশঙ্কাজনক। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে আহতদের পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছে।
বিডি প্রতিদিন/এএ