নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলার বিভিন্ন চরাঞ্চলে আওয়ামী লীগ নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের সাথে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন ও নির্বাচনী প্রচারণা শুরু করেন এবং তাদের পরিবারের খোঁজখবর নেন নোয়াখালী-৪ আসনের এমপি একরাম চৌধুরী। আজ সকালে তিনি তান নির্বাচনী এলাকা ঘুরে এলাকায় মানুষের খোঁজখবর নেন।
এ সময় আওয়ামী লীগের এমপি প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং নৌকা মার্কায় আবারো ভোট দিয়ে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার দাবি জানান। এছাড়া তিনি চরাঞ্চলে রাস্তাঘাটসহ শেখ হাসিনার দেওয়া ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরেন
বিডি প্রতিদিন/এএ