শিরোনাম
২৪ এপ্রিল, ২০২৩ ২২:১৯

ট্রলার থেকে উদ্ধার মরদেহ : তিনজনের বাড়ি চকরিয়ায়

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি :

ট্রলার থেকে উদ্ধার মরদেহ : তিনজনের বাড়ি চকরিয়ায়

সংগৃহীত ছবি

কক্সবাজারের নাজিরারটেক এলাকায় ফিশিং বোটের হিমাগার থেকে উদ্ধার হওয়া ১১ জেলের লাশের মধ্যে চকরিয়ায় তিন জেলে রয়েছে। সোমবার সকালে সরেজমিন উপজেলার কোনাখালী ইউনিয়নের জঙ্গলকাটা এলাকায় গিয়ে তিন জেলের পরিবারের কাছ থেকে এসব ঘটনার সত্যতা মেলে। এদিকে তিন জেলের মৃত্যুর ঘটনায় পরিবারে চলছে আহাজারী। তবে অপর ৮ জনের বাড়ি মহেশখালী এলাকায় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। 

এর আগে রবিবার বিকালে কক্সবাজার পুলিশ সুপারের নেতৃত্বে ফিশিং বোটের হিামাগার থেকে ১১ জেলের লাশ উদ্ধার হয়। চকরিয়ার তিন জেলের মধ্যে রয়েছে কোনাখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ছাদেরঘোনা বটতলী এলাকার কবির হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৩৫), একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জসিম উদ্দিনের ছেলে মো. তারেক মিয়া (২৩) ও শাহ আলমের ছেলে মো. শাহজাহান (৩৩)। 

সাইফুল ইসলামের মা সালেহা বেগম বলেন, গত ৭ এপ্রিল সঙ্গীয় লোকজনের সাথে সাগরে মাছ ধরতে যায় সাইফুল। সাগরে যাওয়ার তিনদিন পর তার স্ত্রীর মোবাইলে একটি কল আসে। তোমার স্বামী মারা গেছে। তার চেহলাম দিয়ে দাও। একইভাবে তারেক ও শাহজাহানের পরিবারের মোবাইলে একই সংবাদ দেওয়া হয়। পরে এ বিষয়ে ১২ এপ্রিল চকরিয়া থানায় সাইফুলের বড় ভাই ওমর হকিম একটি নিখোঁজ ডায়েরি করেন। 

কক্সবাজার পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম বলেন, লাশ ময়নাতদেন্তর জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও তিনি জানান। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর