পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাঁশ কাটা নিয়ে দুই ভাইয়ের ঝগড়া শুনে থামাতে গিয়ে মারা গেছেন মা আনোয়ারা বেগম (৫৫)। মঙ্গলবার (২৫ এপ্রিল) উপজেলার দেবনগড় ইউনিয়নের ঝালিংগীগছ গ্রামে এ ঘটনাটি ঘটে। তিনি ওই গ্রামের আতিয়ার রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকেলে বাড়ির পাশে থাকা একটি বাগানের বাঁশ কাটা নিয়ে বিবাদে জড়ান আনোয়ারা বেগমের দুই ছেলে আমিনার রহমান (২৬) ও ইউসুফ (৩৫)। এক পর্যায়ে দুই ভাই হাতাহাতি শুরু করে। তখন তাদের চিৎকার শুনে এগিয়ে আসেন মা আনোয়ারা। ঝগড়ার মাঝে হোচট খেয়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধা আনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী স্ট্রকে ওই বৃদ্ধার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহের প্রাথমিক সুরতহাল করা হয়েছে। তেমন কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        