দিনাজপুরের বীরগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বাড়িতে অগ্নি-সংযোগ করেছে দুর্বৃত্তরা। এসময় বাধা দিতে গেলে তাদের হামলায় আহত হয়ে দুইজন বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ী ইউনিয়নের পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। বৃহস্পতিবার সন্ধার পর ভুক্তভোগীরা মামলার জন্য থানায় আসে। এ ঘটনায় আহতরা হলেন- বীরগঞ্জের পলাশবাড়ী গ্রামের মানিকুর রহমান ও তার স্ত্রী শিরিনা আক্তার।
স্থানীয়রা জানায়, প্রায় ৬ মাস আগে মানিক হোসেনের মেয়েকে প্রেমের প্রস্তাব দেয় একই ইউপির ঝলঝলি গ্রামের আব্দুল রশিদের ছেলে বাবু। মানিকের মেয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে বিভিন্নভাবে রাস্তায় উত্ত্যক্ত করতে থাকে বাবু। কিছুদিন আগে উত্ত্যক্ত করার সময় বাবুকে গণপিটুনি দেয় স্থানীয়রা।আহত মানিকুর রহমান জানান, স্থানীয়দের দেওয়া গণপিটুনির জেরে বাবুসহ প্রায় ১০ জনের একটি দল আমার বাড়িতে হামলা চালায়। তাদের বাধা দিলে আমাকে ও আমার স্ত্রীকে মারধর করে বাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা পালিয়ে যায়।
এর সত্যতা নিশ্চিত করে পলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ সিদ্দিকী মানিক জানান, যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের বিরদ্ধে চুরিসহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে। তারা চুরিসহ নানান অপকর্মের সঙ্গে জড়িত। একাধিকবার পুলিশ আটক করেছিল তাদের। তাদের অপকর্মে আমরা উদ্বিগ্ন ও আতঙ্কিত। তিনি আরও জানান, বৃহস্পতিবার সন্ধায় এ ঘটনায় বীরগঞ্জ থানায় মামলা হচ্ছে।
এ ব্যাপারে বীরগঞ্জ থানার ওসি সুব্রত কুমার সরকার জানান, খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম