কালবৈশাখী ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিতে জমির পাকা ধান নষ্ট হয়ে যাবে এমন দুশ্চিন্তায় কপালে ভাজ পরেছিল মাদারীপুরের রাজৈর পৌরসভার মোল্লা কান্দির গ্রামের কৃষক শহিদুল শেখের। বিষয়টি জানতে পেরে প্রায় ৫০ শতাংশ জমির ইরি ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন মাদারীপুর জেলা ছাত্রলীগের নেতারা।
শুক্রবার (২৮ এপ্রিল) সকালে মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান অনিক ও সাধারণ সম্পাদক মো.বায়েজিদ হাওলাদারের নেতৃত্বে রাজৈর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক শহিদুল শেখের জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
এবিষয়ে কৃষক মো. শহিদুল শেখ বলেন, আমি হতদরিদ্র কৃষক। আমার পাকা ধান ক্ষেতে নষ্ট হচ্ছিল। কিন্তু শ্রমিক ও আর্থিক সঙ্কটের কারণে ধান কাটতে পারছিলাম না। জেলা ছাত্রলীগের সভাপতি আমাদের মাদারীপুরের সন্তান। সে আমার বিষয়টি জানতে পেরে আজ সকাল থেকে বিকাল পর্যন্ত ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন। আমি দোয়া করি, আল্লাহ যেন তাকে আরও অনেক বড় মনের মানুষ তৈরী করেন।
রাজৈর উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ মুকিম বলেন, দেশবাসীর দুঃখ কষ্টে, বিভিন্ন দুর্যোগে সব সময় ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে আমরা কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিয়েছি।
বিডি প্রতিদিন/হিমেল