শিরোনাম
২৮ এপ্রিল, ২০২৩ ১৯:৪২

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিন নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ তিন নারী গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৫ কেজি গাঁজাসহ তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে উপজেলার গোর্কণ ইউনিয়নের বেড়িবাধ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকা প্রসাদ গ্রামের সোহেল মিয়ার স্ত্রী আমেনা বেগম- (৩৫), একই উপজেলার ভৈরবপুর গ্রামের মৃত বিল্লাল মিয়ার স্ত্রী রাশেদা বেগম-(৬০) ও একই এলাকার জারু মিয়ার স্ত্রী লাকী বেগম- (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ বেড়িবাঁধ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের কাছ থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাসিরনগর থানার এস.আই আরিফুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দেয়া হয়েছে। শনিবার সকালে তাদেরকে আদালতে পাঠানো হবে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর