রংপুরে যুবলীগের নেতাকর্মীরা কৃষকের ধান কেটে গোলায় তুলে দিল। রবিবার সকালে রংপুর সদর উপজেলার চন্দনপাট ইউনিয়নের ডাঙ্গিরপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ৪৮ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি যুবলীগ নেতা মেহেদি হাসান রনি নেতৃত্বে এই ধান কাটা হয়েছে।
মেহেদি হাসান রনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র স্বপ্ন বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো। আর বাংলাদেশ আওয়ামী যুবলীগ অতন্দ্র প্রহরী হিসেবে সদা জাগ্রত আছে সারা বাংলায়। কৃষকের সোনালী ধানের ক্ষেতের হাসি যেন মলিন না হয় তার জন্য রংপুর জেলা যুবলীগ কাজ করছে। যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে এই ধানকাটা কর্মসূচিতে অংশ নেয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, রংপুর সদর উপজেলা যুবলীগ আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহবায়ক পরিমল চন্দ্র, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা পারভেজ জিওন, সাবেক ছাত্রলীগ নেতা আদনান হোসে, আবু হোসেন, আতিকুর রহমান আতিক, মোক্তার এলাহী মুরাদ, আসাদুজ্জামান সজিব, প্রশান্ত রায় যুবনেতা আতিকুর রহমান আতিক, মেহেরুল ইসলাম, রায়হান কবির, লুতফর রহমান বিদুৎ, আরেফিন রাফি জাহিদ হাসান, রাকিবুল ইসলাম, রঞ্জিত চন্দ্র, কাজল কুমার মহন্ত, ফুয়াদ, সাইফুল ইসলাম, রিদয় সরকার, হাবিবুর রহমান বুলেট প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ